পৌনে ৩ কোটি টাকা জরিমানা গুনলো রবি, গ্রামীণফোন ও বাংলালিংক

fec-image

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় দেশের তিন মোবাইল অপারেটরের কাছ থেকে প্রশাসনিক জরিমানা আদায় করেছে বিটিআরসি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিটিআরসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবি, গ্রামীণফোন লিমিটেড এবং বাংলালিংক থেকে ভ্যাটসহ যথাক্রমে ২ কোটি ১০ লাখ, ৫২ লাখ ৫০ হাজার এবং ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবির পক্ষ থেকে বিটিআরসিতে সংশ্লিষ্ট পে-অর্ডার জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ৬৫(৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রামীণফোন, জরিমানা, বাংলালিংক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন