প্রতিমা বির্সজনে কক্সবাজার সৈকতে মিলনমেলা

https://mail-attachment.googleusercontent.com/attachment/?ui=2&ik=189bda043a&view=att&th=141b6e67171b0c7b&attid=0.2&disp=inline&realattid=f_hmro16fs1&safe=1&zw&saduie=AG9B_P9IBagWPJpy7aRKXzWJg_jG&sadet=1381756426093&sads=pjKAyEfy1OfNCdACTFON0lPKrBc

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে সোমবার হিন্দু ধর্মালম্বীদের প্রতিমা বির্সজনে ছিল জনতার মিলনমেলা। সোমবার দুপুর ২ টা থেকে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে কক্সবাজার সৈকতে বসে সম্প্রীতির এক মিলন মেলা। হিন্দু ধর্মের মানুষ ছাড়াও সকল ধর্মের মানুষের উপস্থিতিতে বিদায় জানানো হয় দেবী দূর্গাকে। লাখো ভক্তদের অশ্রুসিক্ত ভালবাসায় কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ মহামিলন ঘটেছে। শারদীয় দুর্গোৎসবের সমাপনী বিসর্জন উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশ সমুদ্রের বালিয়াড়িতে অনুষ্ঠিত হয়।

জেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় বিসর্জন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল প্রমুখ। এর পর সৈকতে কক্সবাজারের ২ শতাধিক পূজা মন্ডপে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন