প্রদীপন খীসার বাড়ী থেকে ইউপিডিএফের মাসিক আয় ব্যয়ের তালিকা জব্ধ

Khagrachari Pic 8

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ ইউপিডিএফ’র সামরিক শাখার প্রধান প্রদীপন খীসা‘র বাড়ি থেকে প্রায় ৮০ লাখ টাকার( ৭৮ লাখ ৯৫ হাজার ৯৬৬টাকা) পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এর মধ্যে ইউপিডিএফের মাসিক আয় ব্যয়ের বিবরণী রয়েছে। ইউপিডিএফ এই অর্থকে সংগঠনের সেবা খাতে উত্তোলিত গণচাঁদা দাবী করেছে।

মাসিক প্রতিবেদন নামে জব্ধ হওয়া দুটি নথিতে চলতি বছরের জানুয়ারি মাসে বিভিন্ন খাতে ৫ লাখ ৮০ হাজার ১৫৮ লাখ টাকা ও গত বছরের মার্চ মাসে ৬ লাখ ৯৬ হাজার ৬২৬ টাকাসহ ১২ লাখ ৭৬ হাজার ৭৮৪ টাকা খরচের হিসাব পাওয়া গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রদীপন খীসার নামে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ কারণে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হয়। কিন্তু বাসায় তাকে পাওয়া না গেলেও ৮০ লাখ টাকার মত বিপুল পরিমাণ অর্থ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

Khagrachari Pic 7DSC_0058

তিনি জানান, উদ্ধার হওয়া জানুয়ারি মাসের মাসিক প্রতিবেদনে পাচ লাখ ৮০ হাজার ১৫৮ টাকা খরচের বিবরণ পাওয়া গেছে।

খরচের খাতগুলো হচ্ছে,খানাপিনা খাতে ৪৬ হাজার ৪৩৫ টাকা,সাংগঠনিক ৬৮ হাজার ১৪১ টাকা, যাতায়াত.যোগাযোগ ৪০ হাজার ৫৪৫ টাকা,চিকিৎসা ৩৩ হাজার ৫২ টাকা, পরিবার ভাতা ২৭ হাজার ২৮০ টাকা, কর্মী ভাতা ১০ হাজার ৫০০ টাকা, পাহাড়ি ছাত্র পরিষদের জন্য খরচ ১৯ হাজার ৫০ টাকা, যুব ফোরামের খরচ ১৭ হাজার ৩০০ টাকা, মোবাইল রিচার্জ ১০ হাজার ৫৫৭ টাকা, ছুটি ভাতা ৬ হাজার টাকা,পেপার বিল ২৪০ টাকা,দাপ্তরিক ৫ হাজার ৫০৬ টাকা, পোষাক পরিছদ খাতে ৮ হাজার ৯০ টাকা, নিরাপত্তা খাতে ২ হাজার ৫৭০ টাকা, হাওলাদ প্রদান ১০ হাজার টাকা, হাল নাগাদ পরিশোধ ৬০ হাজার টাকা, এইচ পি বাজেট ১০ হাজার টাকা ও মেসি বাজেট ১ লাখ টাকা ইত্যাদি।

অপর দিকে গত বছরের মার্চ মাসে একই খাতে ৬ লাখ ৯৬ হাজার ৬২৬ টাকা খরচের নথি নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন