বলিউডের সব রেকর্ড গুঁড়িয়ে প্রথম দিনে ‘পাঠান’র আয় ১০৬ কোটি!

fec-image

বাদশাহ ফিরলেন আর রুগ্ন ইন্ডাস্ট্রিকে রাতারাতি করে দিলেন চাঙ্গা। বুধবার (২৫ জানুয়ারি) মুক্তির পর হিন্দি সিনেমার সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ‘পাঠান’। একদিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০৬ কোটি রুপি!

তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ। তিনি জানান, প্রথম দিনের আয়ে ‘পাঠান’ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

শুধু ভারতের আয়েও নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’। বুধবার ভারত থেকে ছবিটি আয় করেছে ৫৭ কোটি রুপি। হিন্দি সিনেমার ইতিহাসে এর আগে কোনও ছবি প্রথম দিনে এতো আয় করতে পারেনি। এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিলো ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র কাছে। সেটি প্রথম দিন ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছিলো।

বিশ্বব্যাপী ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল জানান, দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ছবিটির আয় আরও বেশি হতে যাচ্ছে। অংকটা ৬০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ফলে মাত্র দুই দিনেই শুধু ভারতেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে যাবে। বলিউডের নিকট অতীতে কোনও সিনেমা নিয়ে এতো আলোচনা, আগ্রহ দেখা যায়নি। শাহরুখ খানের দীর্ঘ চার বছর পর নিজের ছবিতে ফেরা। ভক্তরা তীব্র আকাঙ্খা পুষে রেখেছিলো মনে। সেই সঙ্গে যুক্ত হয়েছে সালমান খানের চমকপ্রদ ক্যামিও। অ্যাকশন-বিনোদনে ভরপুর ছবিটি তাই দর্শকের উন্মাদনা তৈরিতে বিন্দুমাত্র ঘাটতি রাখেনি।

‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের নায়িকা দীপিকা পাড়ুকোন। আর ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। এছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ছবিটির বাজেট প্রায় ২৫০ কোটি রুপি। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন