বহিরাগতদের নাইক্ষ্যংছড়িতে আগমন নিষিদ্ধ করলেন ইউএনও

fec-image

করোনার আক্রমণ বৃুদ্ধি পাওয়ায় নাইক্ষ্যংছড়িতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন ইউএনও।

ইউএনও‘র নিষেধাজ্ঞা হুবহু উল্লেখ করা হলো:

সম্মানিত নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী আপনারা সবাই জানেন করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে এক জেলা হতে অন্য জেলায় এবং এক উপজেলা হতে অন্য উপজেলা যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে অন্য উপজেলায় বা অন্য উপজেলা হতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আগমন করতে পারবেনা।

যদি কেউ উপজেলা প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া অন্য কোন জেলা/উপজেলা হতে নাইক্ষ্যংছড়ি উপজেলার কোথাও আগমন করেন কিংবা অবস্থান করেন তিনি অবশ্যই আইন অমান্যকারী হিসেবে বিবেচিত হবেন এবং আইন অনুযায়ী তাকে/তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রদানসহ জরিমানা করা হবে।

এলাকাবাসীর প্রতি অনুরোধ আপনারা এ ধরণের লোকজনের তথ্য পেলে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার বা অফিসার ইনচার্জ নাইক্ষ্যংছড়ি থানাকে জানাবেন। কেউ তথ্য গোপন করলে বা বাইরে থেকে আসা লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিলে তাকেও আইন অনুযায়ী দণ্ড দেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, করোনাভাইরাস, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন