বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে বিজিবির প্রশিক্ষণ কোর্সে বিএসএফ’র ২৫ সদস্য

স্টাফ রিপোর্টার :

সীমান্ত সুরক্ষায় কৌশলগত দক্ষতা অর্জন ও দু’দেশের সীমান্ত বহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবির ট্রেনিং সেন্টারের রউফ হলে ভারতের বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ২৫ কর্মকর্তাসহ বিজিবির ১০ সদস্য অংশ নিয়েছে।

প্রশিক্ষণে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, একে অপরের কর্ম পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার অভিন্ন উদ্যেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তরা জানিয়েছেন।

সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স উভয় বাহিনীর সীমান্ত সমস্যা সম্পর্কিত অভিন্ন সমস্যা মোকাবেলায়ও কার্যকর ভুমিকা রাখবে বলে জানিয়েছেন কর্মকর্তরা। বিশেষ করে সীমান্তে চোরাচালান, মাদক, অন্ত্র, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ পন্থায় সীমান্ত অতিক্রমসহ বিভিন্ন সমস্যা উভয় বাহিনী সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে।

সীমান্ত সুরক্ষায় কৌশলগত দক্ষতা অর্জনের পাশাপাশি এসব প্রশিক্ষণ উভয় বাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণের বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিজিটিসি এন্ড এস এর কমান্ড্যান্ট কর্ণেল লুৎফুল কবির সাংবাদিকদের জানান, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের ফলে সীমান্ত হত্যা কমে এসেছে। পর্যায়ক্রমে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে। আগামীতে ভারতের পাশাপাশি মায়ানমারের সীমান্ত বাহিনীর মধ্যেও এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রসঙ্গত,এর আগে ভারতের ঝাড়খন্ডের বিএসএফ এর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে বিজিবির ২৫ সদস্য অংশ নেয়। আগামী মার্চেও ভারতের ঝাড়খন্ডে একই ধরণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন