বাঘাইছড়িততে ২য় করোনা রোগী শনাক্ত: বাড়ি লকডাউন

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়ায় ২য় করোনা রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

পৌরসভার ৪নং ওয়ার্ডের বাবু পাড়ায় বিপিন চন্দ্র চাকমা (৫৭)’র করোনা পজেটিভ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই দুপুর ১টার সময় উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু পরিবারের ৭ সদস্যসহ বাড়িটি লকডাউন ঘোষণা করেন এবং প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বাঘাইছড়িতে এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

উল্লেখ্য গত রোববার (৭ জুন) উপজেলার মাস্টার পাড়ার নুরুল ইসলাম(৭২) নামের প্রথম ১জনের করোনা শনাক্ত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, বাঘাইছড়িততে, লকডাউন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন