বাঘাইছড়িতে সেনা ক্যাম্প পূর্ণ স্হাপণের দাবিতে মানবন্ধন

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলার ১৮ মার্চ (সোমবার) নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে ৯কিলো বটতলা নামক এলাকায় পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক ব্রাশ ফায়ারে ৭জন নিহত ও ২৯গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনাস্থলসহ প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প স্থাপন ও ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে নিহতের পরিবারবর্গও বাঘাইছড়ি উপজেলার সর্বস্থরের জনসাধারণ মানবন্ধনে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দর শুক্কুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর ছবুর, ৫নং ওর্য়াড কাউন্সিল শহিদুল ইসলাম মিঠু, নিহত ও আহতদের পরিবারবর্গ।

এসময় বক্তারা বলেন, এখনো কোন সন্ত্রাসীকে আটক করতে পারেনি প্রশাসন। পার্বত্যঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে সেখানে সেনা ও র‌্যাবের ক্যাম্প স্হাপন করতে হবে। মানুষের নিরপত্তা দিতে হবে সরকারকে।

মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়িতে সেনা ক্যাম্প পূর্ণ স্হাপণের দাবিতে মানবন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন