সাজেক পৌঁছালেন রাষ্ট্রপতি

fec-image

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি সাজেক হেলিপ্যাডে অবতরণ করে।

এসময় রাষ্ট্রপতিকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাষ্ট্রপতিকে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

শনিবার রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্তিক জাতিগোষ্ঠীগুলোর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করবেন।

রাষ্ট্রপতি কংলাক পাহাড় রোডে খাস্রাং হিল রিসোর্টে অবস্থান করবেন এবং ১২ ফেব্রুয়ারি দুপুরে সাজেক ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাজেকের ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাষ্ট্রপতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন