বাঘাইছড়িতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত

fec-image

‘প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী প্রাণী সম্পদ এবং প্রদর্শনী উদ্বোধনের অংশ হিসেবে বাঘাইছড়িতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ। সভায় বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অফিসার অভিমান্য চন্দ্র ও খামারি অসীম চাকমা প্রমুখ।

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় উদ্‌বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং প্রদর্শনী প্রদর্শন করা হয়। এছাড়াও ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, ফ্রি ভেটোর নারী মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম ও স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন