সাম্প্রতিক ঘটনা নি‌য়ে সংবাদ স‌ম্মেলন বান্দরবানের পু‌লিশ সুপার

বান্দরবানের পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে এসে পৌঁছেছে

fec-image

বান্দরবানের পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার। পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন, সামা‌জিক কুসংস্কারসহ নানা‌বিধ কার‌ণে অনেক অপরাধ সংগ‌ঠিত হ‌চ্ছে। পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠ‌নের নেতারা ম‌নে কর‌ছেন, তা‌দের হত‌্যাকাণ্ড গু‌লো স্বাভা‌বিক বিষয়।

বান্দরবা‌নে সাম্প্রতিক সম‌য়ে ঘ‌টে যাওয়া হত‌্যাকাণ্ড ও সা‌র্বিক আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আয়োজিত এক সংবাদ স‌ম্মেলনে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

রবিবার (৬মার্চ) সকাল সা‌ড়ে ১১টায় বান্দরবান পু‌লিশ সুপা‌রের সভাক‌ক্ষে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এসময় বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার বলেন, অ‌তিসম্প্রতি বান্দরবা‌নের প‌রি‌স্থি‌তি অত‌্যন্ত খারাপ পর্যা‌য়ে এ‌সে পৌ‌ঁছে‌ছে। পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন, সামা‌জিক কুসংস্কারসহ নানা‌বিধ কার‌ণে এসব অপরাধ সংগ‌ঠিত হ‌চ্ছে। পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠ‌নের নেতারা ম‌নে কর‌ছেন, তা‌দের হত‌্যাকাণ্ডগু‌লো স্বাভা‌বিক বিষয়।

জে‌রিন আখতার বলেন, পার্বত্য এলাকার ভূ-প্রকৃতি সমতল এলাকার চাইতে ভিন্ন এখানে সবস্থানে সড়ক নেই, আর অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব খবর দ্রুত পাওয়া যায় না। আর পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না। তবে পার্বত্য জেলা বান্দরবানে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যেকোন সংবাদ পেলে সেই সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে পুলিশ। এসময় পুলিশ সুপার সাংবাদিকদের যেকোন গুরুত্বপূর্ণ সংবাদ পুলিশকে দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।

এসময় তি‌নি সাংবা‌দিক‌দের যতটুকু সম্ভব এসব কাজ থে‌কে দু‌রে স‌রে আসার জন‌্য তা‌দের লেখ‌নির মাধ‌্যমে বুঝা‌নোর অনু‌রোধ ক‌রেন। সাম্প্রতিক সম‌য়ে সামা‌জিক কুসংস্কারের কার‌ণে ৫ জন‌কে হত‌্যার বিষ‌য়ে তি‌নি ব‌লেন, সামান‌্য ভুল বুঝাবুঝির কারণ থে‌কেই নিরপরাধ ৫ জন‌কে হত‌্যা করা হয়। এ ঘটনায় আমরা গ্রেফতার ২২ জনকে গ্রেফতার ক‌রে‌ছি।

জেরিন আখতার বলেন, এছাড়াও সামান‌্য মি‌ষ্টি কুমড়ার অপবাদ দি‌য়ে রোয়াংছ‌ড়ি‌তে জুমের জ‌মি থে‌কে ফেরার প‌থে এক নারী‌কে হত‌্যা করা হয়। শুধু হত‌্যা ক‌রেই ক্ষান্ত হন‌নি, তা‌কে হত‌্যার পর ধর্ষণও করা হয়। তি‌নি ব‌লেন, আজও চার‌টি হত‌্যাকা‌ণ্ডের ঘটনার খবর আমরা পে‌য়ে‌ছি।

এ সময় সাংবা‌দিক‌দের উ‌দ্দে‌শ্যে পু‌লিশ সুপার ব‌লেন, আমরা চাকুরী কর‌তে এখা‌নে এ‌সে‌ছি। আবার সময় হ‌লে চ‌লে যাব, কিন্তু আপনা‌দের এখা‌নে থাক‌তে হ‌বে। আপনারা জীব‌নের ঝুঁ‌কি অ‌নেক দূর্গম এলাকায় কাজ কর‌ছেন। তাই নিউজ করার সময় অবশ‌্যই সতকর্তার সা‌থে করবেন যেন আপনা‌দের জীব‌নের নিরাপত্তার কোন সমস‌্যা না হয়।

এসময় বান্দরবা‌ন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপা‌র অ‌শোক কুমার পাল, প্রেসক্লা‌বের সে‌ক্রেটারি মিনারুল হক, জি‌টি‌ভির মো. ইসহাক, যমুনা টি‌ভির বা‌টিং মারমা, এন‌টি‌ভির আলাউ‌দ্দিন শাহ‌রিয়ারসহ কর্মরত সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইন শৃঙ্খলা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন