বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

fec-image

বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে আলী আহাম্মদ (৫৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইঁয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলী আহাম্মদ বান্দরবানের লামা উপজেলার মেরাখোলা বেগুন ঝিরি এলাকার রওশন আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, রওশন আলী দুটি বিয়ে করেছিলেন। পরে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ১৯৯৮ সালের ৩০জুন মাতামুহুরি নদী থেকে পানি আনতে যান রওশন আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী আহাম্মদ ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ মারেন, এতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান আলী আহম্মদ। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করলে সে হত্যার দায় স্বীকার করে।

পরবর্তীতে ভিকটিমের সন্তানরা ছোট হওয়ায় এবং ভিকটিমের স্বামী বৃদ্ধ ও বধির হওয়ায় ফাতেমা বেগমের আত্মীয় (ভায়রা) মো. সিরাজ বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আলী আহাম্মদকে পেনাল কোডের ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, যাবজ্জীবন, হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন