বিশ্বকাপ মাতাবেন যে ৫ তরুণ ক্রিকেটার

fec-image

বেজে ওঠেছে বিশ্বকাপের দামামা। মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। ভারতের মাটিতে শুরু হবে ক্রিকেটের সবথেকে মেগা ইভেন্ট। টুর্নামেন্টে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দিকে থাকবে আলাদা নজর। এবারের বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান, রোহিদ শর্মা, মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি, ট্রেন্ট বোল্টদের উপর। তবে এসব প্রতিষ্ঠিত ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বেশ কয়েকজন তরুণ উঠতি তারকা ক্রিকেটারও। আসুন এক নজরে জেনে নিই এমন ৫ জন ক্রিকেটার সম্পর্কে যারা আছেন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে:

১. নূর আহমেদ (আফগানিস্তান): আসন্ন বিশ্বকাপে নূর আহমেদের পাফর্ম্যান্স দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে ক্রিকেটের সমর্থকরা। আফগানিস্তানের বাঁহাতি এই স্পিনার ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। সবথেকে কমবয়সী ক্রিকেটার হিসেবে তিনি অংশ নেবেন এবারের বিশ্বকাপে। আইপিএলে গুজরাটের টাইটান্সের হয়ে আলো ছড়িয়েছেন এই আফগান স্পিনার। রিস্ট স্পিনে তাঁর অসাধারণ দক্ষতা ব্যাটারদের বিপদে ফেলে বারংবার। এখনো পর্যন্ত মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২টি উইকেট শিকার করলেও তাই এবারের বিশ্বকাপে তাঁর অসাধারণ বোলিংয়ের দিকেই তাকিয়ে থাকবে আফগানিস্তান।

২. তাওহীদ হৃদয় (বাংলাদেশ): সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষেই কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকৃত। আর ওয়ানডেতে টাইগারদের দলের সক্ষমতা আরও বাড়িয়েছে তাওহীদ হৃদয়। মিডল অর্ডার এ ব্যাটার ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন লাল-সবুজ জার্সিতে সুযোগ পাবার পর থেকেই। একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত ১৫ ইনিংস মাঠে নেমে ৫১৮ রান করেছেন হৃদয়। ব্যাট হাতে এখনো পর্যন্ত ব্যক্তিগত শতকের দেখা না পেলেও ৫টি অর্ধশতক আছে তাঁর নামের পাশে। লাল সবুজের জার্সিতে তিনি খেলেছেন সর্বোচ্চ ৯২ রানের ইনিংস। টাইগার এ ব্যাটারকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছেন ক্রিকেট বিশ্বের অনেক মহারথীও। এবারের বিশ্বকাপে বাংলাদেশের তুরূপের তাস হতে পারেন তিনি।

৩. গাস এটকিনসন (ইংল্যান্ড): ইংল্যান্ডের পরবর্তী প্রজন্মের পেসারদের প্রতিনিধিত্ব করছেন গাস এটকিনসন। নিখুঁত লাইন-লেন্থ ধরে রেখে বোলিং করার পাশাপাশি হঠাত বলের গতি পরিবর্তন করে ব্যাটারদের বোকা বানানোতেও তাঁর রয়েছে অসাধারণ দক্ষতা। এখনো পর্যন্ত ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলা এটকিনসন সবমিলিয়ে শিকার করেছেন ৭টি উইকেট। ভারতের মাটিতে ইংলিশদের পেস আক্রমণের অন্যতম অস্ত্র হিসেবেই বিশ্বকাপে খেলবেন তিনি।

৪. তেজা নিদামানুরু (নেদারল্যান্ডস): আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ওমান এবং নেপালকে হারিয়ে ভারত বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। ২০১১ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে দলটি। আর এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন তেজা নিদামানুরু। ডানহাতি এই ডাচ ব্যাটার ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন স্টাইলিশ ব্যাটার হিসেবে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পেয়েছেন রানের দেখা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বেশ সফলতা পেয়েছেন তিনি। তেজার বড় শট খেলার দক্ষতা বিশ্বকাপে ডাচ দলের গভীরতা বাড়িয়েছে। এখনো পর্যন্ত ওয়ানডেতে ২০ ম্যাচ খেলে ৫০১ রান করেছেন তিনি, ২টি অর্ধ-শতকের পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ২টি শতকও।

৫. দুনিথ ভাল্লালেগে (শ্রীলঙ্কা): এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে আছেন বেশ কয়েকজন তরুণ তারকা ক্রিকেটার। তাদের মাঝে আলাদা ভাবে নজর কেড়েছেন দুনিথ ভাল্লালেগে। আসন্ন মেগা টুর্নামেন্টে অন্যতম তরুণ ক্রিকেটার তিনি। কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে ভারতের তারকা টপ অর্ডার ব্যাটারদের বিপক্ষে অসাধারণ বোলিং করে নজর কেড়েছেন তিনি। বিশ্বকাপে লঙ্কান এই বোলারের পক্ষে বাজি ধরেছেন সাবেক কিংবদন্তী বোলার লাসিথ মালিঙ্গা। এখনো পর্যন্ত মাত্র ১৭টি ওয়ানডে খেলে ১৯ উইকেট নেয়া ভাল্লালেগে ২০২২ অনূর্ধ্ব বিশ্বকাপে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, ঝুলিতে পুড়েছিলেন ১৭টি উইকেট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ মাতাবেন যে ৫ তরুণ ক্রিকেটার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন