বিশ্বকাপ শুরু: নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

fec-image

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী শ্রীলঙ্কা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল নামিবিয়া। যদিও প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা।

ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চিয়তার খেলা। তবে, টি-টোয়েন্টিতে ম্যাচের লাগাম যাদের হাতে থাকবে, শেষ পর্যন্ত জয় তাদেরই। সে কারণে অভিজ্ঞতার মূল্য এখানে অনেক বেশি। সে হিসেবে অভিজ্ঞতা, শক্তি-সামর্থ্য সব বিবেচনায় অবশ্যই ফেবারিট শ্রীলঙ্কা। নামিবিয়াকে হারিয়ে শুভ সূচনা করতে চায় দাসুন সানাকার দল।

এই সহজ সমীকরণ সামনে রেখে গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস করতে নেমে জয় হয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাটিংয়ে পাঠালেন নাবিমিয়াকে।

টস জিতে ফিল্ডিং নেয়া প্রসঙ্গে দাসুন শানাকা বলেন, ‘এটা হচ্ছে প্রথম ম্যাচ এবং ব্যাটিংয়ের আগে আমরা উইকেটটাকেও ভালো করে দেখার সুযোগ পাবো। ছেলেরা খুবই আত্মবিশ্বাসী এবং সবাই সবার দায়িত্ব সম্পর্কে সচেতন। এশিয়া কাপে আমাদের যে স্কোয়াড ছিল, সেই স্কোয়াড নিয়েই এসেছি বিশ্বকাপে। দুর্ভাগ্যজনকভাবে অনুশীলনের সময় হালকা ইনজুরি আক্রান্ত হয়েছেন দিলশান মধুশঙ্কা। দুষ্মন্তে চামিরা এবং প্রামোদ মধুশান এসেছেন একাদশে।’

নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেন, ‘আমিও চেয়েছিলাম প্রথমে বোলিং করতে। তবে, আশা করি খুব একটা পার্থক্য হবে না। আমরা ভালো করার জন্য আগ্রহী। মাত্র তিন ম্যাচ। শীর্ষে থাকতে হলে এখনই ভালোভাবে শুরু করতে হবে আমাদের। কন্ডিশন আমাদের বোলিংয়ের জন্য ভালো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন