বিশ্ব জনসংখ্যা দিবসে অবদানের স্বীকৃতি পেলেন নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যানসহ ৬জন

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

শনিবার (১১জুলাই) সকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে দিবসটি পালন করা হয়।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ সম্মাননা লাভ করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

সম্মানা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

এছাড়া বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা বিভাগে অবদানের জন্য আরো ৫ ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়েছেন- উপ-সহকারী পরিবার কল্যান মেডিকেল অফিসার সুরুত আলম, পরিবার কল্যান সহকারী সীমা বড়ুয়া, পরিবার কল্যান পরিদর্শিকা গাদেরুং ত্রিপুরা, পরিবার কল্যান পরিদর্শক প্রসেনজিত বড়ুয়া এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র নির্বাচিত হয়েছে তুমব্রু স্বাস্থ্য পরিবার কেন্দ্র।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আবু জাফর মো. সেলিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বিশ্ব জনসংখ্যা দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন