বেকারত্ব দূরীকরণে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে সরকার: পার্বত্যমন্ত্রী

fec-image

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান সরকার যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছে।

এছাড়া বিদেশের মাটিতে অদক্ষ কর্মীর চাহিদা নেই। সেজন্য যুব সমাজকে অবশ্যই প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তোলতে হবে।  অন্যদিকে বিদেশ থেকে বৈধপথে টাকা পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসন, কর্মসংস্থান এবং জনশক্তি দপ্তরের আয়োজনে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপ-সচিব ড. কাজী কামরুন্নাহার, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক মো. শামীম হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন