ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর মিলল জীবিত কিশোরী !

fec-image

তুর্কি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ২৪৮ ঘণ্টা পর উদ্ধার করল একজন জীবিত কিশোরী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুর্কি উদ্ধারকারীরা ১৭ বছর বয়সী একটি মেয়েকে উদ্ধার করেছেন। ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর যখন শহরগুলো সমতল হয়ে গেছে তখন আলেনা ওলমেজকে উদ্ধার করা হলো। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের শহর কাহরামানমারাসে এ ঘটনা ঘটেছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কয়লাখনির শ্রমিক আলী আকদোগান আলেনা সম্পর্কে বলেন, ‘সে সুস্থ অবস্থায় আছে বলে মনে হচ্ছে। সে চোখ খুলেছিল এবং বন্ধ করেছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা এক সপ্তাহ ধরে এই ভবনে কাজ করছি। শব্দ শোনার আশায় আমরা এখানে এসেছি। যখনই আমরা জীবন্ত কিছু খুঁজে পাই, এমনকি একটি বিড়াল হলেও আমরা খুশি হই।’

মেয়েটিকে উদ্ধারের পর তার চাচার চোখে পানি দেখা যায়। তিনি উদ্ধারকারীদের একে একে জড়িয়ে ধরে বলেন, ‘আমরা আপনাদের কখনোই ভুলব না।’

এ ঘটনার পর উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করতে শুরু করায় তুর্কি সৈন্যরা গণমাধ্যম এবং স্থানীয়দের ঘটনাস্থল ছেড়ে চলে যেতে বলে।

সূত্র : ফ্রান্স২৪

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ২৪৮ ঘণ্টা, জীবিত কিশোরী, ধ্বংসস্তূপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন