মগবান ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

fec-image

 রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আ’লীগের সমর্থীত প্রার্থী বিনয় কুমার চাকমাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী পুষ্প রঞ্জন চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন- ২৭৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিনিময় চাকমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন- ৮৬৪ ভোট।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাহিদুল ইসলাম।

রিটানিং অফিসার বলেন, বৈধ ভোট পড়েছে ৩৬৩০। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৮। মোট ভোট পড়েছে ৩৬৫৮। ভোটের শতকরা হার ছিলো ৭০%।

তিনি আরও বলেন, সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।

গত ২৩ সেপ্টেম্বর রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা শ্বাসকষ্টজনিত রোগে মারা যাওয়ার পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে ১০ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

১০ডিসেম্বর উপ-নির্বাচনে চেয়ারম্যানে পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বিনিময় চাকমা নৌকা প্রতীক নিয়ে এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম।

মগবান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫২২৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬৭৪ জন ও নারী ভোটার ২৫৫২ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন