মহালছড়ি উপজেলা বিএনপি অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জেলা বিএনপির

 

প্রেস বিজ্ঞপ্তি:

 

২৬ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার সময় মহালছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার সময়ে কোন কারণ ছাড়াই আওয়ামী লীগ অফিসের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়া ওরফে টুইঠ্যাং জিয়া, সোহেল, মাসুদসহ ছাত্রলীগের ২০-৩০ জন সন্ত্রাসী জড়ো হয়ে লাঠি-সোটা নিয়ে অতর্কিত বিএনপি অফিসে হামলা চালিয়ে বিএনপির ৮-১০টি ঈদ শুভেচ্ছা ব্যানারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। হামলার সাথে সাথে নিরাপত্তা বাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এমতাবস্থায় ঈদকে সামনে রেখে পরিস্থিতি উত্তপ্ত না করার জন্য বিএনপির নেতাকর্মীরা ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিয়ে বাড়াবাড়ি থেকে বিরত থাকে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

ছাত্রলীগের সন্ত্রাসীদের এ নগ্ন হামলা ও ঈদ শুভেচ্ছা ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।

ঘটনায় জড়িত ছাত্রলীগের সভাপতি টুইঠ্যাং জিয়া, সোহেল, মাসুদসহ সহযোগী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধও জানিয়েছে তারা।

অন্যথায় খাগড়াছড়ি জেলা বিএনপি গণতান্ত্রিক পন্থায় যে কোন কর্মসূচী দিতে বাধ্য হবে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন