মাটিরাঙ্গার এতিম চার ভাইয়ের পাশে উপজেলা প্রশাসন

kkkkkkkkkkkkkkk

সিনিয়র রিপোর্টার :

মাটিরাঙ্গায় জমি-জমার বিরোধের জের ধরে নিহত মো: এনামুল হক ও পারভীন আকতার দম্পতির এতিম-অনাথ চার সন্তানের পাঁশে দাড়ালেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। বুধবার বিকালে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের তাইফা এলাকায় এনামুল হক এর বাড়িতে গিয়ে তিনি তাদের চার সন্তানের হাতে ঈদের নতুন জামা-কাপড় আর সেমাই-চিনি তুলে দেন।

এসময় তিনি বলেন, যাদের মা-বাবা নেই তারাই এ শিশুদের যন্ত্রনা অনুভব করতে পারবে। এমন বয়সে মা-বাবাকে হারানোর যন্ত্রনাটা যেন কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারে এজন্যই আমি একান্তই ব্যাক্তিগত উদ্যোগে ওদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। তিনি বিত্তবানদের তাদের পাশে দাড়ানোরও আহবান জানান।

সমবয়সী সব বাচ্চারা যখন মা-বাবা‘র সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে ঠিক তখন মা-বাবাকে ছাড়াই ঈদ করবে চার ভাই। মা-বাবার অনুপস্থিতিতে ম্লান হয়ে গেছে চার ভাইয়ের ঈদ আনন্দ। মা-বাবাকে হারানোর পর থেকে কখনো চাচার বাড়িতে আবার কখনো নানার বাড়িতে আশ্রয় হয়েছে এতিম-অনাথ এ চার ভাইয়ের।

প্রসঙ্গত, গেল ২৮ জুন বিকেলে নিজের বাড়ি থেকে দুই কিলোমিটার দুরের নিজের ইজারা নেয়া লেকে মাছ ধরতে ও পাশের টিলা থেকে লাকড়ি আনতে যান মো: এনামুল হক ও তার স্ত্রী পারভীন আকতার। বিকাল গড়িয়ে রাত হলেও তারা কেউই সেদিন বাড়িতে ফিরেননি।

২৯ জুন সকালে ঘুম ভেঙ্গেও মা-বাবাকে দেখতে না পেয়ে প্রতিবেশী এক সহপাঠিকে নিয়ে লেকের পাড়ে গিয়ে মা-বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ফিরে এসে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনার পরপরই মো: আবু তালেব (৬৫) ও ভাগিনা নফিদুল ইসলাম (৩৫) কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে মো: আবু দাউদ (৬০) কেও আটক করে পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন