মাটিরাঙ্গায় অপহৃত ৪ বাঙালী শ্রমিককে উদ্ধারে বাঙালী ছাত্র পরিষদের ৩৬ ঘন্টার আল্টিমেটাম

bangali-satro-parisod

পার্বত্যনিউজ ডেস্ক:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন ব্যাঙমারা নামক স্থানে দাবীকৃত চাঁদা না পেয়ে রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পাহাড়ের সশস্ত্র উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র অস্ত্রধারীরা ফাঁকা গুলি করে এলাকায় আতংক ছড়িয়ে ইস্টার্নব্রিজ ইম্প্রোভমেন্ট প্রজেক্ট এর আওতায় সরকারী অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ব্যাঙমারা ব্রিজ নির্মান কাজে নিয়োজিত ২ বোল্ডুজার চালকসহ ৪ বাঙ্গালীকে অপরহণ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি দাবী করছে, ইউপিডিএফ’র এজেন্ডা বাস্তবায়নে মোটা অংকের অর্থের বিনিময়ে গত ২ জুলাই খাগড়াছড়ি জেলায় বিতর্কিত সিএইচটি কমিশন সফরে আসেন। এক তরফাভাবে ইউপিডিএফ’র পক্ষ নিয়ে সিএইচটি কমিশন খাগড়াছড়ি জেলায় বসে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের তোপের মুখে খাগড়াছড়ি জেলা ছাড়তে বাধ্য হন। সিএইচটি কমিশন পাহাড়ে প্রবেশ করেছে মানবাধিকার লঙ্গনের বিষয় খতিয়ে দেখতে নয়, এ কমিশন এসেছে পাহাড় থেকে বস্তা ভরা অর্থ নিতে। এ কারনে ইউপিডিএফ তাদের এজেন্ডা বাস্তবায়নকারী সিএইচটি কমিশনে অর্থ দিতে মরিয়া হয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে গতকাল রাতে বাঙ্গালী ৪ শ্রমিককে অপহরণ করেছে। কেননা, সিএইচটি কমিশন যতবারই পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছে প্রতিবারই কোন না কোন অঘটন এ পাহাড়ে ঘটেছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে সিএইচটি কমিশনের মদদে ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করিপার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নেতৃবৃন্দ ৪ বাঙ্গালী অপহরণের ঘটনায় ইউপিডিএফ ও সিএইচটি কমিশন জড়িত বলে দাবী করছে। । পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় সিএইচটি কমিশনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবী জানাচ্ছি। অপহরণের ১২ ঘন্টা পার হলেও প্রশাসন তাদের উদ্ধার করতে সক্ষম হয়নি।

অবিলম্বে আগামী ৩৬ ঘন্টার মধ্যে অপহৃত ৪ বাঙ্গালীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়াসহ অপহরণকারীদের গ্রেফতার করা না হলে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলায় হরতাল অবরোধ সহ কঠোর আন্দোলন কমর্সূচীর মাধ্যমে পার্বত্য বাঙ্গালীদের সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রাম অচল করার হুশিয়ারী দিচ্ছে সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে পৃথক এক বিবৃতিতে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাহাজল ইসলাম জানান, সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রাম সফরে এসে বিজিবি ক্যাম্প স্থাপন বন্ধ করতে এ অপহরণ ঘটনা ঘটিয়ে পাহাড়কে আবারও উত্তপ্ত করে ইউপিডিএফ’র মাধ্যমে চাঁদাবাজি করছে। এরই ধারবাহিকতায় গতকাল রবিবার রাতে বাঙ্গালী ৪ শ্রমিককে অপহরণ করেছে।

 এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। অবিলম্বে আগামী ৪৮ঘন্টার মধ্যে অপহৃত ৪ বাঙ্গালীকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া না হলেও রাজপথে নেতাকর্মী নেমে এসে দুর্বার আন্দোলন সহ কঠোর কর্মসূচী প্রদান করার হুশিয়ারী দিচ্ছে সংগঠনটি। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন