মাটিরাঙ্গায় ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে জশনে জুলুস র‌্যালি

33

নিজস্ব প্রতিবেদক :

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) বর্ণাঢ্য জশনে জুলুস উদযাপিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ জশনে জুলুস এর আয়োজন করে। মঙ্গলবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য এ জশনে জুলুস

‌র‌্যালির উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শামছুল হক।

আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ছাড়াও হাজারো নবী প্রেমিক মুসলমানের অংশ গ্রহণে বর্ণাঢ্য এ জশনে জুলুস র‌্যালি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে এসে শেষ হয়।

পরে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে মাটিরাঙ্গা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শামছুল হক।

এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেলওয়ে জামে মসজিদের খতিব আল্লামা ইউসুফ বাহার যুক্তিবাদী, মধ্য মুসলিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. জামাল উদ্দিন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. আবদুস ছত্তার, মাওলানা বেলাল হোসাইন প্রমূখ।

বক্তারা নবী’র আদর্শে জীবন গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নবী প্রেমই মানব মুক্তির একমাত্র মূলমন্ত্র। নবী প্রেমিক ছাড়া কেউ জান্নাতবাসী হবে না।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা মো. গোলাম মোস্তফা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন