মাটিরাঙ্গায় গাড়ী চাপায় স্কুল শিক্ষিকা নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির গাড়ি চাপায় মিসেস ফাহিমা বেগম (৩২) নামে নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি অযোধ্যা সড়কের ধর্মরামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনায় গুরতর আহত মোটর সাইকেল চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গাড়ি চাপায় নিহত ফাহিমা বেগম শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের স্ত্রী।  নিহত ফাহিমা বেগম দুই কন্যা সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে কর্মস্থল নিউ অযোধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি থ্রীটন গাড়ির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মাথার মগজ বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর জানাজানি হলে ঘটনাস্থলে শতশত লোক ভীড় করে। এ সময় নিহতের পরিবারের সসদস্যসহ স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে।

এদিকে দুর্ঘটনায় স্কুল শিক্ষক ফাহিমা বেগমের মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসাররবিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গোমতি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটনসহ নিহতের সহকর্মীরা।

এ সময় তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সকলকে ধৈর্য্য ধারনের আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন