মানিকছড়িতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ‘অগ্নিমহড়া’

fec-image

ঘুর্ণিঝড়, আগুন, ভূমিকম্প, পাহাড়ধসসহ প্রাকৃতিক দূর্যেগে তাৎক্ষনিক করণীয় নির্ধারণে মানিকছড়িতে ফায়ার সার্ভিস এর উদ্যোগে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ঘুর্ণিঝড়, আগুন, ভূমিকম্প, পাহাড়ধসসহ প্রাকৃতিক দূর্যেগে তাৎক্ষনিক করণীয় সর্ম্পকে এক মহড়ার আয়োজন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস বিভাগের লক্ষ্মীছড়ি ইউনিট। এ সময় স্কুল-কলেজ শিক্ষার্থীর পাশাপাশি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, শিক্ষক মাঈমুল হক, মো. মনির হোসেন ও অজিত কুমার নাথ উপস্থিত ছিলেন।

পরে মানিকছড়ি রাজ বাজারে একইভাবে ব্যবসায়ীদের নিয়ে আরেকটি মহড়া দেন ফায়ার সার্ভিস লক্ষ্মীছড়ি ইউনিট। এ সময় অতিথিদের পাশাপাশি বাজার ব্যবসায়ী সভাপতি রুপেন পাল, সেক্রেটারী মো. নূর ইসলাম, সদস্য তুষার পালসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ইউনিটের নেতৃত্ব দেন লক্ষ্মীছড়ি ইউনিটের কমান্ডার মো. ছলিম উল্লাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন