মানিকছড়ির পূজামণ্ডপে আইনশঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও আর্থিক অনুদান

fec-image

মানিকছড়ি উপজেলার তিনটি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন। রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার রাজশ্যামা কালী মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি তুষার পাল ও সাধারণ সম্পাদক বাদল কান্তি সেন ইউএনওকে অভিনন্দন জানান। পরে ইউএনও পূজায় দর্শনার্থীর আসা- যাওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় কমিটিকে ধন্যবাদ জানান এবং নগদ অনুদান প্রদান করেন। পরে ইউএনও একসত্যাপাড়া ও তিনটহরী দুর্গা মন্দিরে পূজার কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকরা ফুল দিয়ে ইউএনওকে স্বাগতম জানান। পরে ইউএনও সেখানেও অনুদান প্রদান করেন।

এ সময় অফিসার ইনচার্জ আমির হোসেন ও ওসি তদন্ত মোঃ আমজাদ হোসেনসহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতিদ্বয় বাদল কান্তি সেন, সুজন কান্তি নাথ ও বাহাদুর দাশ পূজা উদযাপনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভূয়সী প্রশংসা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন