মানিকছড়ি উপজেলার শতাধিক মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ

fec-image

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপি লকডাউনে মসজিদে মুসল্লী সমাগম কম হওয়ায় মসজিদে দান-অনুদান ব্যাহত হওয়ায় মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী দেশের সকল মসজিদে গড়ে পাঁচ হাজার টাকা হারে অনুদান বিতরণের সিদ্ধান্তে মানিকছড়ি উপজেলার শতাধিক মসজিদে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

ইসলামী ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘করোনা’র প্রাদুর্ভাব মোকাবেলায় জনপদে লকডাউন ঘোষণা এবং মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ে সরকারের বিধি-নিষেধে দেশের সকল মসজিদে মুসল্লি সংখ্যা কমে যায়। ফলে মসজিদসমূহে দান-অনুদান ব্যাহত হয়।

যার ফলে প্রধানমন্ত্রী সকল মসজিদেও দৈনন্দিন ব্যয় নির্বাহ করার লক্ষ্যে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের প্রতিটি মসজিদে গড়ে ৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্তে দেশের ২৪৪০৪৩টি মসজিদে একশত বাইশ কোটি দুই লক্ষ পনের হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩১ মে) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার ১০১টি মসজিদের অনুকূলে মসজিদ কমিটির সভাপতির হাতে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এ সময় ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার ও ফিল্ড সুপার ভাইজার উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, মসজিদ, লকডাউন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন