মা‌টিরাঙ্গায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযা‌পিত

fec-image

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মে) মা‌টিরাঙ্গা উপ‌জেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ আ‌য়োজ‌নে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোল এবং ৮.১৫ টায় জা‌তির জন‌কের প্রতিকৃ‌তি‌তে পুষ্পমাল অর্পণ করা হয়।

এ সময় মা‌টিরাঙ্গা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগ সভাপ‌তি হারুন অর র‌শিদ ফরাজি, উপ‌জেলা ও পৌর আওয়ামী লীগের সহ‌যো‌গি সংগঠ‌নের নেতা কর্মী‌গন উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। দেশের বাইরে অবস্থান করায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

এরপর তাদের প্রবাসে দীর্ঘদিন কাটাতে হয়। আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন। এটাই শেখ হা‌সিনার স্ব‌দেশ প্রত্যাবর্তন দিবস হি‌সে‌বে পালন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন