‘মিজ আয়ারল্যান্ড’ হলেন বাংলাদেশের মেয়ে প্রিয়তি

priyoti

বিনোদন ডেস্ক:

৭০০ প্রতিযোগীকে হারিয়ে এ বছর ‘মিজ আয়ারল্যান্ড’ নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি। একই সঙ্গে তিনি পেয়েছেন ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজেনিক’ খেতাব। ১১ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস আয়ারল্যান্ড’

তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ থেকে এই প্রতিযোগিতায় একমাত্র প্রতিযোগী ছিলাম আমি। এখানে সবাই খুব উৎসাহ দিয়েছেন।” প্রিয়তি জানান, ‘মিস আয়ারল্যান্ড’ ও ‘মিজ আয়ারল্যান্ড’ নামে দুটো আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডে। এখানকার সেরা প্রতিযোগীরাই আবার অংশ নেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। সেদিক থেকে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তিনি।

প্রসঙ্গত প্রিয়তি চার ও তিন বছরের দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডে আছেন ১৩ বছর। শখের বশে মডেলিং করেন। আর পেশা হিসেবে নিতে চান বিমান চালনা।একজন নারী পাইলট হিসেবে নিজেকে তৈরি করছেন এখন। পড়াশোনা করেছেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। আয়ারল্যান্ডেই স্থায়ীভাবে থাকছেন তিনি। প্রিয়তি বলেন, “বাংলাদেশে আমন্ত্রণ পেলে অবশ্যই আসব, কাজও করব।”

প্রিয়তি সংবাদমাধ্যমকে আরও জানান, ‘টপ মডেল ইউকে’ প্রতিযোগিতায়ও জায়গা করে নিয়েছেন তিনি। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন