মিয়ানমার ফিরে গেল অর্ধশতাধিক রোহিঙ্গা পরিবার

fec-image

চুপিসারে স্বেচ্ছায় মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাচ্ছে রোহিঙ্গারা। এ জন্য তারা নানা কৌশলের আশ্রয়ও নিচ্ছে।

গত ২১ দিনে প্রায় ৫০ টিরও বেশি পরিবার ক্যাম্প ছেড়েছেন। ফেরত গিয়ে তারা বাপ-দাদার নিজস্ব ভিটা বাড়িতে আরাম আয়েশের সাথে বসবাস করছে। সেখানে তারা বেশ ভালোই আছে। আরও অসংখ্য রোহিঙ্গা পরিবার ইতোমধ্যে বাংলাদেশ থেকে মিয়ানমারে চলে যেতে প্রস্তুতি নিচ্ছে। কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা বলছে, মিয়ানমার থেকে অনেক পরিবার বিগত বছরগুলোতে বাংলাদেশে আগমন করে। তারা বিভিন্ন শিবিরে বসবাস করে আসছিল। বর্তমানে মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপরে কোন অত্যাচার নির্যাতন করছে না ভেবে অসংখ্য রোহিঙ্গা পরিবার ইতোমধ্যে বিভিন্ন ক্যাম্প থেকে তাদের নিজস্ব বসতভিটা মায়ানমারে ফেরত যাচ্ছে।

অনুসন্ধানে পাওয়া সূত্র মতে, গত ২১ দিনে প্রায় ৫০টিরও বেশি রোহিঙ্গা পরিবার বাংলাদেশ থেকে মায়ানমার চলে গেছেন। তবে, তারা কিভাবে, কোন পথে যাচ্ছে তা সংশ্লিষ্টদের অজানা।

বিশ্বস্ত সূত্রের দেয়া তথ্য মতে, গত ১৬ মে রাত ১০টার দিকে ক্যাম্প-১৬ (শফিউল্লাহ কাটা) ব্লকঃএ-৪-এ, ঘর-৫৮৪ এর রোহিঙ্গা মো. আয়ুব (৩৬) তার পিতা হাফিজুর রহমানসহ পরিবারের চার সদস্যকে নিয়ে ক্যাম্প থেকে পালিয়ে মায়ানমার চলে যায়।

১১ মে সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প-১৪ (হাকিম পাড়া) ব্লকঃবি-১ এ রোহিঙ্গা অছিউল্লাহ (৫০) (ঘরঃ৩৯৬ এফসিএনঃ২১১৩৮০) পিতা হোসেন এবং আয়েশা বেগম (৩৫) পিতা অছিউল্লাহ ব্লক-বি (ঘরঃ৩৯৭ এফসিএনঃ২১১৩৭৯) পরিবারের ৮ সদস্য ক্যাম্প ছেড়ে যায়।

গত ৯ মে দুপুর ১২টার দিকে ক্যাম্প-৯, ব্লক-সি-৯, এফসিএনঃ১১৩৮৩০ এর ইলিয়াছ (৪২) পিতা শরীফ হোসেনসহ পরিবারের ৮ সদস্য, আবদুর রহমান (২৫) পিতা কালামিয়াসহ ৪জন মিয়ানমার চলে গেছে।

পালংখালিস্থ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৬ (শফিউল্লাহকাটা)তে বসবাসরত কামাল মোস্তফার (৪০) (ব্লক-এ/১ ঘর-৯৭৫, এফসিএন-২৪৬৭০৯) পরিবারের ৯ সদস্যসহ ১ মে মিয়ানমার চলে যায়।

বালুখালী-১ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৯, ব্লক-সি-১৩ এ বসবাসরত আবদুর রহমান (৩৫), পিতা কালা মিয়া পরিবারের ৫ সদস্যসহ মিয়ানমার চলে যায়।

তার আগে ২৪ মার্চ রাতে ক্যাম্প-১৬ শফিউল্লাহ কাটার সাবেক সি-ব্লকের হেডমাঝি নুরুল কবির ক্যাম্প ছেড়ে মিয়ানমার পালিয়েছেন। এছাড়া ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া আরও কয়েকটি রোহিঙ্গা পরিবারের তথ্য পাওয়া গেছে।

তারা হলো- আায়শা খাতুন (৩৬), সন্তান মোস্তফা শেখ (১৪), মোস্তফা আলিমা (১২), মোস্তফা সৈয়দুল (৮), রাজ্জাক (৫), মোস্তফা সালেক (৪), আব্দুল্লাহ শেখ (২), শহিদুল মোস্তফা (৮ মাস)।

এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজার নিকট জানতে চাইলে বলেন, এ সম্পর্কিত কোন তথ্য আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন