মিয়ানমার জান্তার আরো তিন সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে

fec-image

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাতের জের ধরে আবারো বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমার জান্তা বাহিনীর আরো তিন সদস্য।

সর্বশেষ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

এ নিয়ে গত ৫ দিনে নতুন করে দেশটির নিরাপত্তা বাহিনীর ৮৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার নতুন ৩ জনসহ নাইক্ষ্যংছড়ি ১১-বিজিবির হেফাজতে রয়েছে ২৬৪ জন জান্তা বাহিনীর সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে পালিয়ে ৩ জান্তা সদস্য স্থানীয়দের জানায় তাদের দলের আরো ৫১ জন যোদ্ধা বাংলাদেশে পালিয়ে আসতে সীমান্তের ওপারে কাটাঁতারের বেড়ার ২ মাইল ভেতরে অপেক্ষায় রয়েছে। তারা যে কোন মুহূর্তে এপারে পালিয়ে আসতে পারে।

প্রত্যক্ষদর্শী বাংলাদেশ সীমান্তের বাসিন্দা ছৈয়দ হোসেন, জাকারিয়াসহ অনেকেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এর আগে গত চার দিনে মিয়ানমার জান্তা বাহিনীর আরও ৮১ সদস্য বাংলাদেশে পালিয়ে আসেন। এর মধ্যে গত বুধবার ১ জন, মঙ্গলবার ৬১ জন, সোমবার ৩ জন, রোববার ২ জন ও শনিবার ১৪ জন বাংলাদেশে আশ্রয় নেন। এরও আগে বিভিন্ন সময়ে পালিয়ে আসা আরও ১৮০ জনসহ মোট ২৬৪ জন জান্তা সদস্য বর্তমানে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।

এদিকে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দুপুর ১২ টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ২৬৪ জন জান্তা সদস্যের খোঁজখবর নেন। তবে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি তিনি।

এদিকে এ সংবাদ লেখা পর্যন্ত সীমান্তের বাসিন্দারা নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের উত্তর রাখাইনের ফকিরা বাজারের মাংগালা এলাকাসহ বেশ কয়েকটি স্থানে ব্যাপক গোলাগুলির আওয়াজ শুনতে পান।

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মিয়ানমার, সীমান্ত উত্তেজনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন