বান্দরবানের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দরসহ ১৪ জনকে আটক

Bandarban hotel 19.8.2013

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবনে শহরের বিভিন্ন হোটেল অভিযান চালিয়ে পতিতা ও খদ্দেরসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গত রবিবার রাত ১২-১.৩০টা পর্যন্ত শহরের বিভিন্ন আবাসিক হোটেল লোহাগড়া, রাহুল, সাদিয়া ও হোটেল সুমাইয়াতে অভিযান চালিয়ে অসামাজিক কর্যকলাপের অভিযোগে ৫জন পতিতা ও ৮ জন খদ্দরসহ মোট ১৪জনকে পুলিশ আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনৈতিক কার্যকলাপের অপরাধে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে পতিতা ও খদ্দরসহ ১৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রট শামীম হোসাইন অনৈতিক কার্যকলাপের দায়ে প্রতিজনকে ২০০ টাকা জরিমানা করে মুক্তি দেয়। তিনি আরও জানান, এটি পুলিশের চলমান অভিযান। পর্যায়ক্রমে সকল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন