রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে এক প্রবাসী নারী

fec-image

রাঙামাটি জেলা শহরে এক প্রবাস ফেরত নারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার (১১মার্চ) থেকে এ নারীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি বলছে- চলতি মাসের ১১ তারিখ স্পেনের বার্সালোনা থেকে রাঙামাটিতে ফিরে আসে এক প্রবাস ফেরত নারী। এরপর স্বাস্থ্য বিভাগ প্রবাসীর আগমনের সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান  এবং তাকে তার নিজ বাড়িতে  ডাক্তাররা গভীর পর্যবেক্ষণে রেখেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

রাঙামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব আক্রান্ত দেশগুলো থেকে আসা প্রবাসীদের জরুরী ভিত্তিতে হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি।

তিনি বলেন, এ প্রথম  ১১ তারিখ স্পেনের বার্সালোনা থেকে রাঙামাটি ফিরে আসে এক প্রবাসী নারী। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ তার খোঁজ নিয়ে তার বাড়িতে ছুটে যান এবং তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

সিভিল সার্জন আরও জানান, যারা প্রবাস থেকে ফিরে আসবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে এবং তাদের উপর পর্যবেক্ষণ চালানো হবে।

তিনি বলেন, যিনি প্রবাস থেকে এসেছেন তিনি সর্ম্পূন্ন সুস্থ। তাকে ১৪দিন একা বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কোয়ারেন্টাইন, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন