রাঙামাটিতে ১৫ দিন ব্যাপী ত্রিপুরা নৃত্য প্রশিক্ষণ শুরু

Rangamati tripura dens 1

স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
রাঙামাটিতে ত্রিপুরা সম্প্রদায়ের ১৫ দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকালে শহরের গর্জনতলী এলাকায় রাঙামাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।

উদ্বোধনীয় অনুষ্ঠানে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা অরুনেন্দু ত্রিপুরা, সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ত্রিপুরা সম্প্রদায় একটি অন্যত সম্প্রদায়। দীর্ঘ দিনের কালের পরিবর্তেনে ত্রিপুরাদের সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। এ সংস্কৃতিকে রক্ষা করতে হলে চর্চার প্রয়োজন। প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে ত্রিপুরা সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে বিকাশিত করতে হবে।

এ প্রশিক্ষণে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা, রাজস্থলী উপজেলা, কাল্লেমুরা ও রাঙামাটি সদরের মোট ১২জন ছেলে-মেয়ে ত্রিপুরা নৃত্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

পরে ত্রিপুরা জনগোষ্ঠীর স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন