রাঙ্গামাটিতে ৫ জেএমবি’র দশ বছর কারাদন্ড

18.01.2016_.Rangmati News Pic-02

সিনিয়র রিপোর্টার:

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার অংশ হিসেবে পাহাড়ী জেলা রাঙ্গামাটিতে সিরিজ বোমা হামলার ঘটনায় পাঁচ জেএমবি সদস্যের দশ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার রাঙ্গামাটি জেলার যুগ্ম-দায়রা জজ মো. আজিজুল হক এ রায় প্রদান করেন। তবে ছয় আসামির মধ্যে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, উবায়দুর রহমান, আরিফুল ইসলাম, আইয়ুব আলী, আবদুল হাফিজ খলিল ও জাবেদ ইকবাল। খালাসপ্রাপ্ত আসামি হলো মো. রুহুল আমিন।

এর আগে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাঙ্গামাটির যুগ্ম-দায়রা জজ আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পরপরই দ্রুত তাদের রাঙ্গামাটি জেলহাজতে নেওয়া হয়।

রাঙ্গামাটির যুগ্ম-দায়রা জজ আদালতের কোর্ট পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। একই সময় রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভ বাজারের প্রেসক্লাব, বনরূপার কোর্টবিল্ডিং ও কলেজগেটসহ কয়েকটি স্থানে বোমা হামলা হয়। এতে এক শিশু আহত হয়। ঐ ঘটনায় জড়িত থাকার দায়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মোট ছয় জেএমবি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন