রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা নির্বাচনী আমেজে জেগে উঠেছে

upazila-election-logo

মুজিবুর রহমান ভুইয়া :

পঞ্চম ধাপের তফসিল মোতাবেক ৩১ মার্চ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন। এদিন সারাদেশে ৭৪টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। আর পঞ্চম ধাপের নির্বাচনের মধ্য দিয়ে দেশে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পর্দা নামবে।

উপজেলার সম্ভাব্য প্রার্থীরা নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে জনগণের কাছে উপস্থাপনের প্রানান্তকর চেষ্টা করছেন। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে জোর আলোচনা। এবারের নির্বাচনে উপজেলার ক্ষমতাধর চেয়ার কার দখলে যাচ্ছে ? এমন জল্পনা-কল্পনা চলছে উপজেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত। সবমিলিয়ে রাজস্থলী উপজেলা নির্বাচনী আমেজে জেগে উঠেছে ।

স্থানীয় পর্যায়ে অত্যন্ত ক্ষমতাধর প্রতিষ্ঠান উপজেলা পরিষদে বর্তমান ক্ষমতাসীনরা দ্বিতীয়বারের মতো ক্ষমতা চাইছেন আর নতুনরা বলছেন উন্নয়নের সুযোগ চাই। নতুন-পুরনোর খেলায় মেতে উঠেছে পাহাড়ী জনপদ রাজস্থলীবাসী। কে কাকে চায়, কার জনপ্রিয়তা বেশী এ বিষয়ে কেউই মুখ খুলতে রাজি না। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে রাজস্থলীতে লড়াই হবে ত্রিমুখী।

৩১ মার্চের নির্বাচনে রাজস্থলীতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থন নিয়ে উথিনসিন মারমা (আনারস), বিএনপির সমর্থন নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা (দোয়াত-কলম), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) সমর্থন নিয়ে পুলুখই মারমা (টেলিয়োন) নিয়ে মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।  

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থন নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যজচাই মারমার ছেলে অংনুচিং মারমা (টিউবওয়েল), যুবলীগ সভাপতি মিঠুল চন্দ্র দে (চশমা), বিএনপির সমর্থন নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা (টিয়াপাখি) এবং নব কুমার তংচঙ্গা (তালা) প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিজয়ের জন্য। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাকী মারমা (কলসী), বর্তমান ভাইস চেয়ারম্যান লংবতী ত্রিপুরা (ফুটবল), ক্রইসাচিং মারমা (প্রজাপতি), সকিনা বেগম  সেলাই মেশিন) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) সমর্থন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্রইসাউ মারমা (পদ্মফুল), জয়ের জন্য লড়ছেন।

রাজস্থলী উপজেলায় আঞ্চলিক রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আবার অনেকের মতে, উপজেলার রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বিএনপি‘র জয়ের সম্ভাবনাও রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন