রাঙ্গামাটি সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

fec-image

রাঙ্গামাটি সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীন চাকমা, জীবতলী ইউপি চেয়ারম্যান সুদন্ত কার্বারী, কুতুকছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, বালুখালি ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বলেন, রাঙ্গামাটি শহরের রাজবাড়ী থেকে টিটিসি পর্যন্ত মাদক সেবনকারীদের আনাগোনা বেশি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারি না থাকার কারণে মাদকসেবীরা সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমানে সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। আগামী এপ্রিল মাসে বড় ধরনের বৃষ্টি হতে পারে, উঁচু নিচু পাহাড়ি এলাকা পাহাড়ধস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য সকলকে সর্তক থাকার আহবান জানান তিনি। এছাড়াও রাঙ্গামাটি সদর উপজেলায় আগত পর্যটকদের যাতে কোন প্রকার হয়রানি বা অসুবিধা না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ পরিদর্শক, টুরিস্ট পুলিশ অনুরোধ জানান।

সভায় বিগত সভার কার্যবিবরণী গঠন এবং অনুমোদন, অপরাধ চিত্র, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ইভটিজিং, বাল্য বিবাহ সম্পর্কিত ও গ্রাম আদালত সম্পর্কিত আলোচনা করেন বক্তারা।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেনিকদা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসা সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন