পার্বত্যনিউজে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে

রামগড়ে এসডিও বাংলো এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

fec-image

‘সরকারি ভূমি নিয়ে বিজিবি-উপজেলা প্রশাসনের টানাপোড়েন’ শিরোনামে পার্বত্যনিউজে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলীম উল্লাহ রামগড়ে প্রাচীন এসডিও বাংলো অফিস ও বাংলো এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

এসময় তিনি বিজিবির বাধায় বন্ধ হয়ে যাওয়া মডেল মসজিদ ও ইসলামিক গবেষণা কেন্দ্র নির্মাণের নির্ধারিত স্থানও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘রেকর্ড অনুয়ায়ী এখানে উপজেলা পরিষদের নামে ৫ দশমিক ৪২ একর জায়গা রয়েছে। অবশিষ্ট তিন দশমিক তিন একর ভূমি জেলা প্রশাসকের ১ নং খতিয়ানভুক্ত। কাজেই রেকর্ড অনুয়ায়ী এখানে অন্য কারোর ভূমির মালিকানার দাবির ভিত্তি নেই।

তিনি বলেন, ‘এ জায়গা নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বিজিবির মতবিরোধ অনাকাঙ্ক্ষিত। দ্রুত সময়ে এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আলমগীর, পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন