রামগড়ে পানিতে ডুবে একসাথে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ramgarh-04-10

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার প্রত্যন্ত গ্রামে পানি ডুবে একসাথে দুটি কন্যা শিশু মারা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাইয়া কলোনি নামক প্রত্যন্ত গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনির বাসিন্দা ও চা দোকানদার আবুল হাশেমের শিশু কন্যা আকলিম সুলতানা (৮) ও মো: ইউনুছের মেয়ে নাদিয়া ফেরদৌস আফরিন (৭) মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বাড়ির অদূরে অবস্থিত  জলাশয়ে গোসল করতে নামে। এক মুহূর্তে শিশু দুটি জলাশয়ের গভীরে তলিয়ে গেলে আঁখি(৬) নামে তাদের অপর এক সঙ্গী দৌঁড়ে গিয়ে ওদের মা বাবাকে খবরটি জানায়।

এরপর এলাকার লোকজন ও স্বজনরা জলাশয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর পানির নীচে ডুবন্ত অবস্থায় প্রথমে নাদিয়া ফেরদৌস আফরিনকে এবং পরে আকলিমা সুলতানাকে উদ্ধার করে। বিকাল ৪ টার দিকে অচেতন অবস্থায় শিশু দুটিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রামগড় থানার পুলিশ এসে হাসপাতাল থেকে শিশু দুটির লাশ থানায় নিয়ে যায়।

নিহত নাদিয়ার মা  স্বামী পরিত্যক্তা হাসিনা বেগম বলেন, ফটিকছড়ির বাগানবাজারের বাসিন্দা স্বামী ইউনুছ তাদের ফেলে চলে যাওয়ার কারণে তিনি রামগড়ের ঢাকাইয়া কলোনিতে অল্প জায়গা কিনে সেখানে থাকার ঘর তৈরীর কাজে শ্রমিকদের সহযোগিতা করছিলেন। এ সময় পাশের ঘরের আকলিমা , আঁখি ও তার মেয়ে নাদিয়া  খেলতে গিয়ে এক মূর্হুতে তারা একটি জলাশয়ে গোসল করতে নামে। আঁখি দৌঁড়ে এসে  নাদিয়া ও আকলিমা পানিতে ডুবে যাওয়ার কথা জানায়। আকলিমার মা হাসিনা বেগম বলেন, তিনিও ঐ সময় ঘর গৃহস্থলির কাজে ব্যস্ত ছিলেন।

এদিকে একসাথে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোকজন হাসপাতালে ছুটে আসে। এ সময় নিহত দুই শিশুর স্বজনদের আর্তনাতে হাসপাতালে এক হৃদয়বিদারক অবস্থার দৃষ্টি হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন জানান, এ ব্যাপারে  থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন