রামুতে দুইটি সড়কে পৃথক ডাকাতি

রামু প্রতিনিধি:

ঈদ মৌসুমকে ঘিরে রামুতে আবারো ডাকাতদল সক্রিয় হয়ে উঠেছে। ২৪ জুলাই বৃহ¯প্রতিবার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় ও ঈদগড়-ঈদগাও সড়কে পানেরছড়া ঢালায় পৃথক চারটি ডাকাতি সংগঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৮ টার দিকে রশিদ নগর পানের ছড়া থেকে ভাড়া করে নিয়ে রামুর চৌমুহনী বাস স্ট্যান্ডের দিকে আসার সময় রাবার রাগান অফিস সংলগ্ন নির্জন এলাকায় টমটম ব্যারিকেট দিয়ে চালক মো. আলম (৩৪ কে ছুরির আঘাত করে নগদ টাকা ও মালামাল লুট করে। সে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকার আব্দুল করিমের ছেলে। আহত চালক মো. আলমকে মুর্মুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে দিনদুপুরে ১০/১৫ মুখোশ পরিহিত অস্ত্রধারি ডাকাতদল রামুর দূর্ভোগ পাহাড়ি জনপদ ঈদগড়-ঈদগাঁও সড়কে পরপর তিনটি গাড়ী ব্যারিকেট দিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মালামাল লুট করে। এদিকে ঈদগড় ফাঁড়ির ইনচার্জ ফিরোজ পুলিশ ক্যাম্পের আইসি ফিরোজের কাছে জানতে চাইলে তিনি ডাকাতি হওয়ার বিষয়টি স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন