রামুতে ৩টি সড়কের উদ্বোধন-ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি কমল

fec-image

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বর্তমান সরকার গ্রামে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। প্রতিটি এলাকায় সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ করায় এখন মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়না। আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে। অতীতে যেখানে একটি ইটও দেয়া হয়নি, সেখানে এখন পাকা সড়ক শোভা যাচ্ছে। কেবল যোগাযোগ ব্যবস্থা নয়, প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকার উন্নয়ন করে মানুষের জীবনযাত্রাকে সহজ ও আধুনিক করেছে। তাই আগামীতেও উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকায় আস্থা রাখুন।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ বৈলতলী চরপাড়া-বাঁকখালী নদী সড়কের উদ্বোধন, সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনু মাতব্বর পাড়া-গনি সওদাগরপাড়া আবুল বলী সড়কের ভিত্তিপ্রস্তর এবং দুপুরে রাজারকুল ইউনিয়নের পালপাড়া স্টেশন-ঈশান পালের বাড়ি পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত পৃথক সমাবেশে এমপি কমল এসব কথা বলেন।

এমপি কমল আরও বলেন, অচিরেই বাঁকখালী নদীতে কাউয়ারখোপ-মনিরঝিল সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হবে। সেতুর নকশাও সম্পন্ন হয়েছে। যেকোন সময় এ সেতুর কাজ শুরু হবে। সেতুটি নির্মিত হলে কৃষি সমৃদ্ধ এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

এসময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইঁয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওসমান সরওয়ার মামুন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জেলা তাঁতীলীগ নেতা খালেদ নেওয়াজ আবু, উপজেলা যুবলীগ নেতা ওসমান গনি, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল, কাউয়ারখোপ ইউপি সদস্য মেহের আলী, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা আবদু শুক্কুর, রাজারকুল ইউপি সদস্য মাশেকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম সোহেল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম জয়, রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুজন চক্রবর্তী প্রমুখ।

একইদিন সন্ধ্যায় ৭টায় এমপি কমল রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় সম্প্রতি বিজিবি’র গুলিতে নিহত দোকান কর্মচারি আবদুল জব্বারের বাড়িতে যান। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং অর্থ সহায়তা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি কমল, রামু, সড়ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন