রামুর মনিরঝিলের ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি কমল

fec-image

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে পায়ে হেঁটে এলাকার প্রধান সড়কসহ অলিগলি পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করছে। তারই অংশ হিসেবে মনিরঝিল গ্রামে সোনাইছড়ি খালে সেতু নির্মাণসহ ব্যাপক উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রধান সড়ক সংস্কারে ৫০০ মিটার কার্পেটিং (বিসি) দ্বারা উন্নয়নে দরপত্রের কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার শীঘ্রই কাজ শুরু করবেন।

তিনি বলেন, সড়কের আরো ২ কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিটিজি থ্রি প্রকল্পে অনুমোদনের জন্য ডিপিপি’র তালিকায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই চলতি অর্থ বছরে ২ কিলোমিটার সড়ক এইচবিবি দ্বারা উন্নয়ন করা হবে।

সড়কের খানাখন্দ অংশসমূহ স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, মেম্বার, সমাজসেবক, টমটম, সিএনজি চালক ও শ্রমজীবী মানুষ যারা স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সকলকে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ধন্যবাদ জানিয়ে বলেন, মনিরঝিলের প্রধান সড়ক ও উপ-সড়কগুলো সংস্কার, মনিরঝিল-কাউয়ারখোপ সংযোগ সেতুর নির্মাণ কাজ আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান হবে।

পরিদর্শনকালে এমপি কমল বাঁকখালী নদীর মনিরঝিল-কাউয়ারখোপ খেয়াঘাটের বিরাজমান সমস্যা সমাধান করেন।

পরিদর্শন পরবর্তী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে মাদ্রাসার সহ-সুপার মাওলানা তারেকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা ফুলেল স্বাগত জানান। এসময় এমপি কমল মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দেয়ার কথা জানান।

মনিরঝিল পরিদর্শনকালে সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন সিরাজ, মোহাম্মদ হোছন, নুরুল ইসলাম, ১নং ওয়ার্ডের মেম্বার মীর কাসেম, ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, যুবনেতা ঈমাম হোসেন ইমরান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুরসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি কমল, ক্ষতিগ্রস্ত সড়ক, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন