রুমায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

fec-image

বান্দরবানের রুমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ৫০ জন কৃষককে মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিজন কৃষককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ ও উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপকারভোগী চাষিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সূত্রে জানা যায়, রবি প্রণেদনা ২০২২-২০২৩ অর্থ বছরে রুমায় চারটি ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে উক্ত কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষি উপকরণ, বিতরণ, রুমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন