মা‌টিরাঙ্গায় কৃ‌ষি উপকরণ বিতরণ

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শেষ কৃষকদের মা‌ঝে কৃ‌ষি উপকরণ বিতরণ করা হ‌য়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দি‌কে মা‌টিরাঙ্গা কৃ‌ষি অফিস প্রাঙ্গণে উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নে ৩০ জন কৃষক কৃষাণির মা‌ঝে এ উপকরণ বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে রয়েছে ১০ ধরনের সবজি বীজ, চার ধর‌নের ফলদ গাছের চারা, ৪০ কে‌জি কেছোঁ সার (বার্মিক‌ম্পোস্ট), প্রদ‌র্শিনী সাইনবোর্ড ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।

এর আ‌গে মঙ্গলবার সকা‌লে মা‌টিনাঙ্গা কৃ‌ষি কর্মকর্তা সবুজ আলীর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাটিরাঙ্গা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে কর্মসূ‌চির উ‌দ্ভোধন ক‌রেন খাগড়াছ‌ড়ি জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক কিশোর কুমার মজুমদার।‌ প্রশিক্ষক ছি‌লেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বা‌শিরুল আলম ।

উপকরণ বিতরণ কালে কৃ‌ষি কর্মকর্তা সবুজ আলী ব‌লেন, বর্তমান বাজারে সবজির ভা‌লো দাম রয়েছে। অনাবাদি পতিত জমিতে পু‌ষ্টিবাগা‌ন করে পা‌রিবা‌রিক চাহিদা মেটানোর পাশাপা‌শি অতিরিক্ত সবজি বি‌ক্রি ক‌রে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধিতে বি‌শেষ ভূ‌মিকা রাখা সম্ভব। এসময় কৃ‌ষি ক্ষে‌ত্রে কৃষক কৃষা‌নি‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষি উপকরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন