লংগদুতে ১৭০০ জন প্রান্তিক কৃষক পেলো কৃষি উপকরণ

fec-image

চলতি বোরো মৌসুমে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাঙামাটির লংগদু উপজেলায় ১৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলো কৃষি উপকরণ। লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিজন কৃষককে ২ কেজি হারে বোরো ধান বীজ (হাইব্রিড) দেয়া হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য আছমা বেগম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী এই কৃষি প্রণোদনা বিতরণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরীর পরিচালনায় প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, দরিদ্র ও প্রান্তিক কৃষকের সরকারি সহায়তা চলমান রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জায়গাও যাতে খালি পড়ে না থাকে। আমাদের জলেভাসা জমিগুলোতে বেশির ধান চাষ হয়। এছাড়া অন্যান্য পতিত জমিগুলোতেও সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে বেশি ফসল ঘরে তুলুন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষক, কৃষি উপকরণ, লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন