রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় অস্ত্র (শর্টগান) ও চার রাউন্ড গুলিসহ মো. রফিক (২২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উখিয়ার ৮ নম্বর (ইস্ট) ক্যাম্পের বি/৩৯ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিক ৭ নম্বর ক্যাম্পের ই/৪ ব্লকের মো. আব্দুর রহমানের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্প-৮ ইস্ট এলাকায় কতিপয় দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং যেকোনো সময় সন্ত্রাসী কার্যক্রম সংঘটন করতে পারে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় শর্টগান ও চার রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, যুবক গ্রেফতার, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন