লক্ষ্মীছড়িতে ৪৫ জন চক্ষু রোগীর মাঝে সেনাবাহিনীর চশমা বিতরণ

mmKm

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ৩ দিন ব্যাপী চিকিৎসা কর্মসূচি আওতায় অপারেশন হওয়া ৪৫ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। সোমবার লক্ষ্মীছড়ি জোন সদরে আনুষ্ঠানিকভাবে এ চশমা বিতরণ করা হয়।

১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোয়াজ্জেম হোসেস, পিএসসি, জি পাওয়ারি চশমা পড়িয়ে দেন। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর তানভীর, এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন জাওয়াদ, ক্যাপ্টেন ফয়েজ (আরএমও) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ২৯ জানুয়ারি ৩ দিন ব্যাপী লক্ষ্মীছড়ি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির উদ্বোধন করা হয়। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আনোয়ারুল ইসলাম, পিএসসি চক্ষু অপারেশনকালে সরাসরি উপস্থিত হয়ে রোগীদের খোঁজ খবর নেন। চক্ষু অপারেশন ছাড়াও প্রায় ১ হাজার ২’শ রোগীকে অন্যান্য চিকিৎসা সেবাও প্রদান করা হয়। চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তাররা এ চিকিৎসা সেবা দেন। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন