লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

KKKeeKe

আজিজুল সভাপতি, সুলতান সম্পাদক নির্বাচিত

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি: জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সরাসরি ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল। ঘোষিত ফলাফলে ছাত্রদলের বর্তমান আহবায়ক আজিজুল হক(চেয়ার প্রতীক) ৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ.আর খান মো:  শামীম পেয়েছেন ২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে লড়াই করেন ৩জন। তার মধ্যে মো: সুলতান আহমেদ (মাছ প্রতীক) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মো: আনিছ (মোরগ প্রতীক) পেয়েছেন ১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করেন ৪জন। তার মধ্যে মো: আবু হানিফ (ব্যাট-বল প্রতীক) পেয়েছেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মজিবর রহমান (দেয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ১২ ভোট। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মো: রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক পদে উথই চিং মারমা উত্তম নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণের আগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল। উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুল হক সভায় সভাপতিত্ব করেন। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো: খোরশেদ আলম সুমন। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, যুবদলের সভাপতি মো: শামশুল ইসলাম, উপজেলা মহিলাদলের সভানেত্রী দেবরাণী চাকমাসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

মোট ভোটার ৫৯ জনের মধ্যে ৫৫টি ভোট কাষ্টিং হয়। বাকি ৪জন অনুপস্থিত ছিল। এ সম্মেলনকে ঘিরে পুরো উপজেলায় আনন্দ উৎস মুখর পরিবেশ বিরাজ করে। ছাত্রদলসহ সকল নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেলাল হোসেন জানান ৫টি পদে নির্বাচন হলেও ১৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন