লক্ষ্মীছড়ি চলছে কর্তা ছাড়া : কর্মে অচলাবস্থা

Khagrachari-Laxmi Pic 01

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ির দূর্গম উপজেলা পরিষদ চলছে কর্তা ছাড়া। উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূণ্য ছয় মাস ধরে। উপজেলা চেয়ারম্যান অস্ত্র মামলায় জেল হাজতে। দুই প্রধান কর্তার অনুপস্থিতিতে অচল হয়ে পড়েছে লক্ষ্মীছড়ি উপজেলার দাপ্তরিক কর্মকাণ্ড। মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কর্তা না থাকায় বিভিন্ন বিভাগের দপ্তরগুলোও চলছে ঢিলে-ঢালাভাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬সালের ১৪ জুলাই লক্ষ্মীছড়ি নির্বাহী কর্মকর্তা মো. শওকত ওসমান বদলী হয়ে যান। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় পাশ্ববর্তী মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা ঘোষকে। তিনিও একই বছরের ২৪নভেম্বর বদলী হয়ে গেলে মানিকছড়ি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনিতা রানীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এদিকে ১জানুয়ারি রাতে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।

রবিবার (১৫ জানুয়ারি) লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো উপজেলা পরিষদের অধিকাংশ দপ্তরে তালা ঝুলছে। যে ক’টি দপ্তর খোলা আছে, কর্মচারী অলস সময় পার করছে।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএ পলাশ চাকমা জানান, অতিরিক্ত দায়িত্বে থাকা মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিনিতা রানী লক্ষ্মীছড়িতে সপ্তাহে দু’দিন অফিস করে। অন্য সময় জরুরী কোন ফাইল থাকলে মানিকছড়ি থেকে করিয়ে আনতে হয়।

লক্ষ্মীছড়ির ঠিকাদার বাবুল চৌধুরী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি দীর্ঘ দিন ধরে খালি থাকায় স্থানীয় অধিবাসীরা নানা দূর্ভোগের শিকার হচ্ছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বহু লেখালেখি হয়েছে। কিন্তু ফল পাচ্ছি না।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জানান, লক্ষ্মীছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ নিয়ে বহুবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি। কিন্তু অজ্ঞাত কারণে কোন কাজ হচ্ছে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন