লামায় বিদ্যালয় মেরামত সংস্কার ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে সেভ দ্য চিলড্রেনের প্রকল্প গ্রহণ

fec-image

বান্দরবানের লামা উপজেলার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভৌত অবকাঠামো মেরামত, সংস্কার ও দুর্যোগে ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রকল্প গ্রহণ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। আমেরিকান সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে মাল্টি পারপাস সাইক্লোন সেল্টার প্রকল্পের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী পার্টনার হিসেবে কাজ করবে গ্রীণ হীল নামের একটি বেসরকারি সংস্থা। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। এতে পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার কিউ ই দিলদার মাহমুদ বিশেষ অতিথি ছিলেন।

এ সময় উন্মুক্ত আলোচনায় লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, গ্রীণ হীলের প্রকল্প সমন্বয়কারী অম্লান চাকমা বক্তব্য রাখেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদ সচিব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের শিক্ষার মাধ্যমে মেয়ে শিশুদের ক্ষমতায়ন (ইজিই) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফোরকানুল হক।

সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার কিউ ই দিলদার মাহমুদ বলেন, ভৌগলিক অবস্থানের কারণে বান্দরবান পার্বত্য জেলা ঘূর্ণিঝড়, ভূমিধস এবং ভারী বর্ষণজনিত বন্যাসহ বিভিন্ন ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। দুর্যোগ পরবর্তী সময়কালে আশ্রয়ন কেন্দ্রে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়ের সুযোগ এবং শিক্ষার ধারাবাহিকতা উন্নয়নের জন্য আশ্রয় কেন্দ্র (এমপিসিএস) প্রকল্প কাজ করবে। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের মাধ্যমে জেলার লামা উপজেলায় ৭টি, আলীকদম উপজেলায় ৭টি ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভৌত অবকাঠামো মেরামত ও সংস্কারের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এছাড়া প্রতিটি বিদ্যালয়ের অধীনে ৫০ জনকে দুর্যোগ প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ের ওপর সচেতনতামুলক কাজ করবে সংস্থাটি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন