লামায় বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার বিষয়ক অ্যাডভোকেসী সভা

Lama Photo- Date- 18 Nov'15

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামায় কারিতাস আলোঘর প্রকল্পের উদ্যোগে ‘বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার’ বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। কারিতাসের মাঠ কর্মকর্তা (ঋণদান কর্মসূচী প্রকল্প) আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহিদ আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহী নেওয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার শেখ মাহাবুবুর রহমান, কারিতাস সিঁড়ি প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ।

জুয়েল তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের টেকনিক্যাল অফিসার কানন্তর চাকমা, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনসহ প্রমূখ।

সভায় প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) জাহিদ আকতার বলেন, শিশুদেরকে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারের মধ্য দিয়ে, এটাকে জাতীয় অভ্যাসে পরিণত করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন